Pay with:

লকডাউনে চলছে – ইশিখনের সর্বকালের সেরা অফার! ৪৩০/- থেকে ১৩৫০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ২১৫/- থেকে ৬৭৫ টাকা। বিস্তারিত

লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি

জ্ঞানদাস

মুলগল্প
অনুশীলনী কর্ম

কবি পরিচিতি : জ্ঞানদাস ১৬শ শতাব্দীর প্রথ মার্ধের কবি। সঙ্গীতজ্ঞ ও নতুন কীর্তন পদ্ধতির উদ্ভাবক হিসেবে তিনি সুনামের অধিকারী ছিলেন। বর্ধম ানের কাঁদড়া গ্রামে তাঁর জন্ম। সম্ভবত গোবিন্দদাস কবিরাজ, বলরাম দাস প্রমুখের সঙ্গে তিনি খেতুরার উৎসবে উপস্থিত ছিলেন। বাঙলা ও বধজবুলি কিংবা এ দুয়ের মিশ্র ভাষায় তিনি পদাবলী রচনা করেন। চন্ডীদাস-অনুসারী জ্ঞানদাস ভাষায় ও ভাবে সহজ ও আন্তরিক। মধ্যযুগের বাংলা গীতি কবিতায় আক্ষেপানুরাগ ও রপানুরাগের পদগুলোতে তাঁর ভক্ত-হৃদয় যথার্থ প্রাণ পেয়েছে। এখানে সঙ্কলিত আক্ষেপানুরাগের পদটিতে তার প্রমাণ মিলবে। জ্ঞানদাস রচিত গ্রন্থ : মাথুর ও মুরলী শিক্ষা।]

পাঠ পরিচিতি : আহমদ শরীফ সম্পাদিত ‘মধ্যযুগের বাংলা গীতিকবিতা’ গ্রন্থ থেকে ‘সুখের লাগিয়া’ শীর্ষক কবিতাটি সংকলিত হয়েছে। মানুষ সুখের জন্য বহু আয়োজন করে কিন্তু সে আয়োজন অনেক সময়ই সার্থক হয় না। কবি এই কবিতায় অনেক তুলনা দিয়েছেন : যেমন, অমৃতের সাগরে স্নান করলেও সব গরলের মতো মনে হয়; স্নিগ্ধ চাঁদের আলোতে প্রতিফলিত হয় খIIৌদররȠƧর তীবধতা; মাণিক্যের আশায় সাগরে নামলেও সে মানিক হস্তগত হয় না। কবি বলেছেন, এ সবই কর্মদোষ। কানু অর্থাৎ কৃষ্ণে ভক্তি দৃঢ়তর না হলে এ ধরনের আয়োজন নিষ্ফল হওয়া স্বাভাবিক। পরমাত্মার সঙ্গে মিলিত হবার আকাক্সক্ষা মানুষের চিরন্তন। কবি জ্ঞানদাস বলেছেন, এই আকাক্সক্ষা বাস্তবায়িত না হলে তা মরণের চেয়েও অধিক মনে হয়।

   
   

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

top
© eShikhon.com 2015-2020. All Right Reserved