মুলগল্প
লেখক পরিচিতি
শব্দার্থ ও পাঠ পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন ১। মুক্তিযুদ্ধে প্রাণদানকারীদের স্মৃতি কীসের মত ?
ক. উড়তে শেখা পাখির বাচ্চার মত গ. দৌড়াতে শেখা ঘোড়ার বাচ্চার মত খ. হাঁটতে শেখা বিড়ালের বাচ্চার মত ঘ. দাঁড়াতে শেখা মানুষের বাচ্চার মত ২। এবার সম্মান বীরের মা হিসেবে পাওনা – বলতে কাকে বোঝানো হয়েছে ?
ক. রতœগর্ভা মা গ. নির্যাতিত মা খ. অপমানিত মা ঘ. চিরন্তনী মা উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : আন্তর্জাতিক মাত…ভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান। সেখানে অলংকার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে একজন ভাষা সৈনিককে। এতে তাঁকে সম্মানিত করা হবে এবং পাশাপাশি তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে। ক্ত। উদ্দীপকের আমন্ত্রিত অতিথি ‘রহমানের মা’ গল্পে যে চরিত্রকে ইঙ্গিত করে –
র একজন বৃদ্ধ রর রহমানের মা ররর মেয়ে দুটি নিচের কোনটি সঠিক ?
ক. র খ. রর গ. র ও রর ঘ. র ও ররর ৪। ইঙ্গিতর্পূণ চরিত্রের মাধ্যমে কোন দিকটি ফুটে উঠেছে –
ক. শহিদ পরিবারকে পরিচিত করা গ. শহিদ পরিবারকে মল্যায়ন করা খ. অতীতের রেওয়াজ অনুসরণ ঘ. বর্তমান ধারার রীতি অনুসরণ সৃজনশীল প্রশ্ন :
আসাদের মৃতুতে আমি অশ্রুহীন; অশোক; কেননা নয়ন কেবল বধজবর্ষী, কেননা আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন : কেননা আমার বৃদ্ধামাতার কণ্ঠে নেই আর্ত হাহাকার, নেই অভিসম্পাত – কেবল দুর্মর ঘৃণার আগুন।’
ক. চেয়ার পেতে সভা বসেছিল কোথায় ? খ. ‘জয়-জয়াকার’ বলতে কী বোঝানো হয়েছে ? গ. উদ্দীপকের আসাদ ‘রহমানের মা’ গল্পের যে চরিত্রের বৈশিষ্ট্যকে ধারণ করে – তা তুলে ধর। ঘ. উদ্দীপকের বৃদ্ধামাতাই যেন ‘রহমানের মা’ গল্পের রহমানের মা চরিত্রের প্রতিকৃতি বলা যায়
কী? মন্তব্যটি বিচার কর।