মুলগল্প
লেখক পরিচিতি
পাঠ পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন ১। ‘বাঁধ’ গল্পে উল্লিখিত পীর সাহেবের বাড়ি কোথায় ?
ক. জামালপুর খ. ঠাকুরগাঁও গ. গফরগাঁও ঘ. নোয়াখালি ২। পীরসাহেবকে গাঁয়ের লোকেরা টাকা-পয়সা ও অজ ̄ধ জিনিসপত্র ভেট দিয়েছিল। কারণ –
র পীরকে ভালোবাসতো বলে II ধৠưরǍমভীরু বলে III কᠦѠưরƸংস্কারাচ্ছন্ন বলে
নিচের কোনটি সঠিক ?
ক. র ও II খ. রর ও Iরর গ.রররРও III ঘ.রররЬ II ও Iরর
ভররররবেলা মনু মিয়াকে এক রকম জোর করেই মাছ ধরতে নিয়ে যায় আবুল আর কোরবান। সে বলে নামাজ না পইড়া গেলে খোদা নারাজ অইবো, তৎক্ষণাৎ পথে বিদক্ষৎ চমকালে কে বলে-দোহাই আবুল ভাই-আমারে ছাইড়া দাও, স্বয়ং খোদাই তো নিষেধ করতাছে।
১ক্ত৪ মাধ্যমিক বাংলা সাহিত্য
ক্ত। উদ্দীপকের মনু মিয়া চরিত্রে ‘বাঁধ’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে।
ক. ধর্ম সচেতনতা গ. অলসতা খ. ধর্মভীরুতা ঘ. কর্মবিমুখতা ৪। উদ্দীপকের মনু ‘বাঁধ’ গল্পের যে চরিত্রটির প্রতিনিধিত্ব করে তা হলো –
ক. মতি খ. ছকু গ. রশিদ ঘ. চাঁদু সৃজনশীল প্রশ্ন : পুকুর ঘাটে পানি আনতে গিয়ে চান মিয়ার মেয়ে সেলিনা অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা দেখে তার দাদী ছেলেকে বলে ‘মাইয়ারে তোমার ভতে পাইছে, শিগ্্গীর হুজুরকে ডাক। চান মিয়া তাড়াতাড়ি করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন এবং নানারকম ঝাড়ফুক ও তাবিজ-কবজের ব্যবস্থা করলেন।
ক. মতমিাস্টার বাঁধের কাজে কতজন লোককে নিয়োজিত করতে পেরেছিল ? খ. রহিম সর্দার কাজির ছেলের নামটি এড়িয়ে গিয়েছিলেন কেন ? গ. উদ্দীপকের বক্তবে্য ‘বাঁধ’ গল্পের যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি আজও আমাদের সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ‘বাঁধ’
গল্পের আলোকে বিশ্লেষণ কর।