Pay with:

লকডাউনে চলছে – ইশিখনের সর্বকালের সেরা অফার! ৪৩০/- থেকে ১৩৫০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ২১৫/- থেকে ৬৭৫ টাকা। বিস্তারিত

অনুশীলনী কর্ম

প্রবাস বন্ধু

মুলগল্প
লেখক পরিচিতি
শব্দার্থ ও পাঠ পরিচিতি

কর্ম-অনুশীলন ১। তোমার এলাকার শীতকালের যে প্রাকৃতিক অবস্থা সৃষ্টি হয় তার পরিচয় দাও। ২। গ্রীষ্মকাল ও শীতকালের ভ্রমণের সুবিধা অসুবিধাগুলো লিখ। বহুনির্বাচনি প্রশ্ন ১। খাজামোল্লা গ্রাম থেকে কাবুলের দরত্ব কত?
ক. আধা মাইল খ. দেড় মাইল গ. আড়াই মাইল ঘ. সাড়ে তিন মাইল ২। আগা আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
ক. আচরণের জন্য খ. শারীরিক গঠনের জন্য গ. বেশি রান্নার জন্য ঘ. বেশি খাওয়ার জন্য নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্না, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাবাকে বলেন, ‘এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে ?’ ক্ত। উদ্দীপকের জাফলং -এর সাথে ‘প্রবাস বন্ধু’ গল্পের পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়-
র. প্রাকৃতিক সৌন্দর্যে রর. ঋতু বৈচিত্রে্য ররর. জীবন যাত্রায় নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর
মাধ্যমিক বাংলা সাহিত্য ৯ক্ত
৪। উদ্দীপকের জেরিনের সাথে গল্পের লেখকের চাওয়া একসত্রে বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে
চেয়েছিলেন-
ক. অবকাশ যাপনের জন্য খ. বিনোদনের জন্য গ. জীবন বাঁচাতে ঘ. সৌন্দর্য উপভোগের জন্য সৃজনশীল প্রশ্ন
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধমধ-পাহাড় কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে-যে আমার জন্মভমি।
ক. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? খ. ‘কুইনাইন সারাবে বটে কিন্তু কুইনিন সারাবে কে?’ দার্শনিক দ্বিজেন্দ্রনাথ একথা বলেছিলেন
কেন? গ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটিকে ধারণ করে তা ব্যাখ্যা
কর। ঘ. বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ গল্পের/ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে
বিস্তর বৈপরীত্য- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

   
   

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

top
© eShikhon.com 2015-2020. All Right Reserved