Pay with:

লকডাউনে চলছে – ইশিখনের সর্বকালের সেরা অফার! ৪৩০/- থেকে ১৩৫০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ২১৫/- থেকে ৬৭৫ টাকা। বিস্তারিত

অনুশীলনী কর্ম

পালামৌ

মুল গল্প

লেখক পরিচিতি

শব্দার্থ ও টিকা

পাঠ পরিচিতি

অনুশীলনী
কর্ম-অনুশীলন ১. সম্প্রতি তুমি যেখানে শিক্ষা সফরে বা ভ্রমণে গিয়েছিলে তার বিবরণ দাও। ২. বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের নাম ও পরিচয়ের একটি চার্ট তৈরি কর। বহুনির্বাচনি প্রশ্ন ১। পালামৌ অঞ্চলে প্রধানত কোন জাতির লোকের বাস ?
ক. মারাঠি খ. গুজরাটি গ. কোল ঘ. মু-ারি ২। ‘গল্প করা এ বয়সের রোগ’ – এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে ?
ক. বদ অভ্যাস খ. বয়সের বাতিক গ. বাচালতা ঘ. পান্ডিত্য উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : জামান বাবার সাথে সিলেটের জাফলং যাচ্ছিল। রাস্তা থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে গাড়ি থামাতে বলে। তারপর নেমে সেদিকে দৌড়াতে শুরু করে। বাবা বোঝাতে চায় ঐ পাহাড় অনেক দর কিন্তু জামান তা কিছুতেই বিশ্বাস করতে চায় না। ক্ত। উদ্দীপকের জামান ‘পালামৌ’ রচনার যার সাথে সাদৃশ্যর্পূণ –
ক. লেখক খ. গাড়ওয়ান গ. বঙ্গবাসী ঘ. প্রতিবেশীর ৪। উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-
ক. নির্বুদ্ধিতা খ. ভ্রম গ. একগুঁয়েমী ঘ. সাহস সৃজনশীল প্রশ্ন জহির সাহেবের এলাকার মানুষ তার বাসা থেকে একটু দরে একজন থাকে। তার সাথে আন্তরিকতা, হৃদ্যতা ও চলাচল করে স্বাচ্ছন্দ্যে। কিন্তু অন্য এলাকা থেকে আসা তার পাশের বাসায় থাকে রফিক সাহেব। তার সাথে সম্র্পূক ভালো থাকে না। বরং সবসময় শত্রুতার সম্র্পূক বিরাজ করে।
ক. লেখক হাজারিবাগে কখন পৌঁছেছিল ? খ. লেখকের ক্ষুধা অধিকতর প্রদীপ্ত হইল কেন ? গ. উদ্দীপকের জহির সাহেবের স্বাচ্ছন্দ্যে চলাচলের কার্যক্ষমগুলো ‘পালামৌ’ রচনায় কাদেরকে ইঙ্গিত
করে তা তুলে ধর। ঘ. ‘উদ্দীপকটি পালামৌ রচনার খন্ডাংশ মাত্র, র্পূণরপ নয়- যুক্তিসহ বিশ্লেষণ কর।

   
   

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

top
© eShikhon.com 2015-2020. All Right Reserved