Pay with:

লকডাউনে চলছে – ইশিখনের সর্বকালের সেরা অফার! ৪৩০/- থেকে ১৩৫০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ২১৫/- থেকে ৬৭৫ টাকা। বিস্তারিত

অনুশীলনী কর্ম

নিমগাছ

মুলগল্প

লেখক পরিচিতি

শব্দার্থ ও টিকা

পাঠ পরিচিতি

কর্ম-অনুশীলন ১। নিমগাছের গুণাগুণের একটি তালিকা তৈরি কর। ২. তোমার এলাকায় নিমগাছ রোপণের কর্মসচি নেওয়া দরকার। এ কাজ করার জন্য তোমরা কী কী করবে? বহুনির্বাচনি প্রশ্ন
১। নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?
ক. সিদ্ধ করে খায় খ. ভিজিয়ে খায় গ. শুকিয়ে খায় ঘ. রান্না করে খায়
মাধ্যমিক বাংলা সাহিত্য ৭৯
২। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
ক. এটা দেখতে সুন্দর খ. এটা উপকারী গ. এটা পরিবেশ বান্ধব ঘ. এটা আকারে ছোট
নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : গফুরের প্রিয় ষাঁড় মহেশ। প্রায় আট বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে। গফুর সাধ্যমত তার যতœ নেয়। সমাজের কেউ তাকে চায় না। কিন্তু গফুর সন্তানস্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে ঘরের চাল ফেড়ে মহেশকে খেতে দেয়। ক্ত। উদ্দীপকের মহেশ -এর সাথে যে দিক দিয়ে ‘নিমগাছ’ গল্পটি সাদৃশ্যর্পূণ তা হলো-
র. অবদান রর. প্রয়োজনীয়তা ররর. পরোপকার নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪। সাদৃশ্য থাকলেও নিমগাছটা কোন বিচারে ব্যতিক্ষম?
ক. উপেক্ষিত খ. উপকারী গ. আত্মত্যাগী ঘ. নিরহংকারী
সৃজনশীল প্রশ্ন
রহিমদের বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। এক কথায় তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছেন তা নয় বরং তাদের সমৃদ্ধির মলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়। কেননা তার পক্ষে এখন আর গতর খাটা অসম্ভব। তার এ প্রস্তাবে রহিম বলে, ‘আপনাকে কোথাও যেতে হবে না। জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন।’
ক. চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? খ. নিমগাছটি না কাটলেও কেউ তার যতœ করে না কেন? গ. উদ্দীপকের আকলিমার সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্যর্পূণ দিকটি তুলে ধর। ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সমগ্রভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরে- যুক্তিসহ
প্রমাণ কর।

   
   

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

top
© eShikhon.com 2015-2020. All Right Reserved