Pay with:

লকডাউনে চলছে – ইশিখনের সর্বকালের সেরা অফার! ৪৩০/- থেকে ১৩৫০/- টাকার প্রতিটি কোর্সের ডিভিডি ডাউনলোড এখন মাত্র ২১৫/- থেকে ৬৭৫ টাকা। বিস্তারিত

লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি

তথ্য প্রযুক্তি

মুলগল্প
অনুশীলনী কর্ম

[লেখক পরিচিতি : মুহম্মদ জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালে সিলেট শহরে। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি ঢাকা বিশ্বদি্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করেছেন। যুক্তরাষ্টেধ দীর্ঘ আঠারো বছর থেকে তিনি দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিযারিং বিভাগে যোগ দেন। তিনি শিশু কিশোরদের জনে্য লেখালেখি করেন। বিজ্ঞান বিষয়ক লেখার জনে্য তাকে ২০০৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ‘আমি তপু’, বৃষ্টির ঠিকানা’, ‘প্রোজেক্ট নেবুলা’, ‘নিঃসঙ্গ গ্রহচারী’ ‘নিতু ও তার বন্ধুরা’, ‘ক্ষমিয়াম অরণ্য’ ও ‘দীপু নম্বর টু’ উল্লেখযোগ্য।]

পাঠ পরিচিতি : বর্তমান পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ- অর্থাৎ তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ আর তথ্য বিনিময়ের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। তথ্য প্রযুক্তির এই বিপ−বের পিছনে সবচেয়ে বড় ভমিকা রাখছে ‘কম্পিউটার’ নামের যন্ত্রটি। এটমিানুষের নির্দেশে কাজ করে, তাই একজন মানুষ যতটুকু সৃজনশীল তার কম্পিউটারের কাজ করার ক্ষমতাও ঠিক ততটুকু চমকপ্রদ। দুই শ বছর আগে পৃথিবীতে একটা শিল্পবিপ−ব হয়েছিল, সেই বিপ−বে যারা অংশ নিয়েছিল পরবর্তী সময়ে তারাই পৃথিবীকে শাসন করেছিল। ঠিক এই মুহুর্তে শিল্পবিপ−বের মতোই গুরুত্বর্পূণ তথ্য প্রযুক্তির বিপ−ব ঘটছে- যারা এই বিপ−বে অংশ নেবে তারাই নতুন পৃথিবীর নেত…ত্ব দেবে। বাংলাদেশকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর জনে্য নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তিতে নিজেদের দক্ষ করে তুলবে সেটি সবারই প্রত্যাশা।

   
   

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

top
© eShikhon.com 2015-2020. All Right Reserved